তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন
(সুরা বাকারা – ২:১১০)
আসুন একসাথে হাসি ফোটাই:
যাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি। যাকাত দরিদ্রদের হক। যাকাত অনাদায়ে কুরআন কঠিন শাস্তির কথা ঘোষণা করেছে। স্থায়ীভাবে দারিদ্র্য দূরীকরণ যাকাতের মূল লক্ষ্য। সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে বড় ভূমিকা রাখে যাকাত। প্রতিষ্ঠাকাল থেকেই l দৃষ্টি-প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা যাকাতের মাধ্যমে দেশের দারিদ্র্য শিশুদের লেখাপাড়া থাকা খাওয়া সহ সকল খচর বহন করে চলেছে। সমাজ পরিবর্তনে শরিক হতে আপনার যাকাতের একটি অংশ দৃষ্টি-প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা যাকাত তহবিলে প্রদান করতে পারেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা বিনা খরচে লেখা পড়া করিয়ে আসছি।