সাধারণ তহবিল

সুনির্দিষ্ট কোনো খাতে দান করলে সেটা সে খাতেই ব্যয় করে থাকে দৃষ্টি-প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা। আর সাধারণ তহবিলের অর্থ ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যানমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে এবং মাদ্রাসার দীনি শিক্ষা, মানব সেবা ও দাওয়াহমূলক যাবতীয় উদ্যোগ পরিচালনায়ও এই খাতের অর্থ ব্যয় করা হয়।

Mobile Banking
Bkash,Rokat,Nagat,Upay
Tab,+88018855-17827

BANK ACCOUNT
MADINATUL ULOOM HAFIJIA MADRASA
ACCOUNT NO : 5091360000085
ROUTING NO : 195275766
SWIFT COD : SOIVBDDHCTP
SOCIAL ISLAMIC BANK PLC
UTTARKUTUBKHALI,JATRABARI,DHAKA

 

1

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’। (সূরা বাকারা, আয়াত ২৬১)

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অর্থাৎ ‘প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। (সহীহ্ বুখারী, হাদিস নং ১৪৪২)
সাধারণ দান মাদ্রাসা টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। সাধারণ দানের অর্থেই মূলত: মাদ্রাসার কল্যানমুখী কার্যক্রম পরিচালিত হয়। সাধারণ দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়।
মাসিক দাতা সদস্য: দৃষ্টি-প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার মাসিক দাতা সদস্য হলেন প্রতিষ্ঠানটির স্থায়ী ডোনার। কারণ মাদ্রাসার একমাত্র স্থায়ী উপার্জন হলো মাসিক দাতা সদস্যগনের নিয়মিত অনুদান। মাসিক দাতা সদস্যদের নিয়মিত দান দৃষ্টি-প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার বহুমুখী দা’ওয়াহ কার্যক্রম ও সার্বিক উন্নয়নের জন্য স্থায়ী আয়ের মাধ্যম।
যে কোনো ভালো কাজ একসঙ্গে অনেক করার চেয়ে নিয়মিত অল্প করা বেশি উত্তম।
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ‘আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। (সহীহ্ বুখারী, হাদিস নং ৬৪৬৪)

যেহেতু মাদ্রাসার নিয়মিত কিছু খরচ আছে এবং কিছু কিছু কার্যক্রম নিয়মিত পরিচালিত করতে হয়, সেহেতু স্থায়ী দানের এ খাতটির উপর

মাদ্রাসার উন্নয়ন-অগ্রগতি এবং বহুমুখী কল্যানমূলক কাজের ধারাবাহিকতা অনেকাংশে নির্ভরশীল।

Scroll to Top